বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ রাজনৈতিক দলের কাছ থেকে কথার ফুলঝুরি প্রত্যাশা করে না; তারা চায় সমস্যার বাস্তবসম্মত সমাধান ও দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘জনগণ আমাদের কাছে জানতে চায় আমরা কীভাবে দেশকে এগিয়ে নেব, তাদের সমস্যাগুলোর সমাধান কীভাবে করা হবে। আমাদের পূর্ণাঙ্গ পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে।’

শিক্ষা খাতের পরিকল্পনা উপস্থাপন করে তিনি জানান, স্কুলে একাধিক ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজেরাই ঠিক করবে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শেখার ব্যবস্থা রাখা হবে।

তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়েও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মদক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া দেশের প্রায় ৩ লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Share.
Exit mobile version