রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, বস্তির ঘিঞ্জি এলাকা, সরু রাস্তা এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্যদের ব্যাপক বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন ভয়াবহ আকার ধারণ করায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

