ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে অতিরিক্ত মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উচ্চরক্তচাপ (হাইপারটেনশন) প্রতিরোধ শুধু চিকিৎসক বা সরকারের দায়িত্ব নয়, এটি সবার বিষয়।

নুরজাহান বেগম বলেন, ‘তামাক আমাদের ধ্বংস করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে তাদের উদ্দেশ্য হাসিল করছে এবং অধিক মুনাফা করছে। যদি আমরা তামাক নিয়ন্ত্রণে সফল হই, তাহলে চিকিৎসা ব্যয়ে যে ৭১ শতাংশ পকেট থেকে খরচ হয়, তা অনেকটাই কমে আসবে।’

তিনি আরও বলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন ও ক্যানসারের মতো অসংক্রামক রোগ চিকিৎসা ব্যয়ের বড় কারণ। সরকার চিকিৎসা সেবা দেবে, তবে জনগণকেও সচেতন হতে হবে। জনসচেতনতা ছাড়া এসব রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। গণমাধ্যমকর্মীদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র নাথ ভৌমিক এবং সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version