নেতাকর্মীদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কঠিন হতে যাচ্ছে। তিনি বলেছেন, ‘ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন নিয়ে দলের ভেতরে বিরোধ ও ক্ষোভের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘তোমরা প্রার্থীর জন্য নয়, দলের জন্য কাজ করবে। মনোনয়ন যাকে দেওয়া হয়েছে সে হয়তো তোমার ঘনিষ্ঠ নয়, কিন্তু মুখ্য হলো ধানের শীষ- মুখ্য দল, দেশ গড়ার পরিকল্পনা।’

তিনি বলেন, আন্দোলনের সময় যেমন জনগণকে বিশ্বাস করানো হয়েছে, তেমনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও জনগণকে সম্পৃক্ত করা জরুরি। জনসম্পৃক্ততা ছাড়া কোনো পরিকল্পনা কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

আগামী দুই মাসে উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দলকে সংগঠিত করার নির্দেশ দেন তিনি। ছাত্রদল নেতাদের উদ্দেশে তারেক বলেন, ‘এটা আজকের অঙ্গীকার-আশা করি তোমরা বাস্তবায়নে সক্ষম হবে।’

দেশ পরিচালনার সুযোগ পেলে খাল খনন প্রকল্প পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যেমন বন্যা নিয়ন্ত্রণ করেছেন, তেমনি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছিলেন। সেই উদ্যোগ আবারও শুরু করার পরিকল্পনার কথা জানান তিনি।

Share.
Exit mobile version