এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম খান।

তিনি বলেন, অপারেটরদের কাছ থেকে একটি ১২ কেজির সিলিন্ডার কিনতেই তাদের এক হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে। ফলে দেড় হাজার টাকার কম দামে সিলিন্ডার বিক্রি করা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়।

বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, চলমান অভিযানের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে এবং চার্জ বৃদ্ধির বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আগামী সপ্তাহের মধ্যে এলপিজির সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

তবে জানুয়ারি মাসের জন্য বিইআরসি নির্ধারিত এক হাজার ৩০৬ টাকার বেশি দামে এলপিজি বিক্রির কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান।

Share.
Exit mobile version