রাজধানীর যাত্রাবাড়ীর ঘটনার পর এবার মালিবাগে ঘটেছে আরও বড় সোনা চুরির ঘটনা। বোরকা পরে এসে শাটারের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি করেছে চোরচক্র। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’-এ এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুজন নারী বোরকা পরে দোকানের সামনে আসে। এরপর তারা দোকানের তালা কেটে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা নিয়ে যায়।

দোকান মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে প্রায় ৪০০ ভরি সোনার অলংকার ও ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। এছাড়া ৪০ হাজার টাকার মতো নগদ টাকাও নেয় চোররা।

তিনি বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি সব লুট হয়ে গেছে।’

এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ীতে একইভাবে দেয়াল কেটে একটি জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি সোনা ও নগদ প্রায় তিন লাখ টাকা চুরি হয়। পুলিশ জানায়, মালিবাগের ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামা হয়েছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version