জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে এ জোট ঘোষণা করা হয়।
জোটের মুখপাত্র করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যৌথ উদ্যোগ নিয়েছি। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। তাই আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা নতুন করে ঐক্যবদ্ধ পথচলা শুরু করেছি।’
তিনি আরও বলেন, এটি নির্বাচনী জোট নয়; বরং রাজনৈতিক জোট। ‘আমরা সামনের নির্বাচনে একসঙ্গে কাজ করব। পুরোনো দলগুলোর সঙ্গে সংস্কারের চেষ্টা করেছিলাম-সেটি আমাদের ভুল ছিল। আরও কয়েকটি বড় রাজনৈতিক জোটের সঙ্গেও আলোচনা চলছে, তারা যুক্ত হতে পারে।’
স্বাগত বক্তব্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে আমরা অনেকে আহ্বান জানিয়েছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার থেকে আমরা তিনটি দল হাত ধরে এগিয়ে এসেছি। আমাদের ভুলত্রুটি ছিল-তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমরা নতুনভাবে শুরু করতে চাই।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা আজ এক হয়েছি। নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তিন দল মিলে এ যাত্রা শুরু করেছি। শুধু আমরা নই—যারা সংস্কারের পক্ষে, তারাও এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।’
অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি / আরএইচ

