ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ একাধিক দাবিতে আজ রোববার সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। শনিবার রাতে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় ব্যবসায়ীরা কর্মসূচিতে যোগ দেবেন।

এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট তৈরি করেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সারাদেশে সব দোকান বন্ধ রাখছি। সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের দাবি, এনইআইআর যদি বর্তমান কাঠামোয় চালু হয়, তবে বাজারে একচেটিয়া প্রভাব সৃষ্টি হবে এবং খুচরা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন।

এমবিসিবি বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি সংগঠন, যারা সরকারি নীতিমালা, ভ্যাট, আমদানি–শুল্ক, বিক্রয় নীতি ও বাজার–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে। সরকারি কোনো সিদ্ধান্ত ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেললে সংগঠনটি দাবি–দাওয়া ও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে।

Share.
Exit mobile version