জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার যে নির্দেশনা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সব ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।

এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। সেই ধারাবাহিকতায় এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরব্যাপী একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট কারণে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং নাগরিকরা আগের মতোই এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version