২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায়। শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফলাফল জানতে পারবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

ফল জানার তিন উপায়: ওয়েবসাইট থেকে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd- ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে:সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে:মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC বোর্ডের_নামের_প্রথম_তিন_অক্ষর রোল বছর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। HSC DHA 123456 2025 → পাঠাতে হবে 16222 নম্বরে।

ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবে; শিক্ষা বোর্ডে সরাসরি আবেদন নেওয়া হবে না।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
www.educationboardresults.gov.bd

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version