গুগল অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যা বলে তার সবকিছুই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আধুনিক এআই মডেলগুলো এখনো ত্রুটিপ্রবণ এবং ভুল তথ্য দেওয়ার ঝুঁকি রয়েছে।
পিচাই বলেন, এ কারণে ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী গুগল সার্চসহ অন্যান্য নির্ভরযোগ্য টুলও ব্যবহার করতে হবে। তার মতে, সৃজনশীল লেখা বা আইডিয়া তৈরিতে এআই সহায়ক হলেও মানুষের নিজের দক্ষতা ও বিচারবোধ দিয়ে এ প্রযুক্তির ব্যবহার শেখা জরুরি।
গুগল সিইও জানান, সঠিক তথ্য দেওয়ার জন্য গুগল কঠোর পরিশ্রম করে। তবুও উন্নত এআই প্রযুক্তিতেও ভুলের সম্ভাবনা থেকেই যায়। এ বছরের শুরুতে বিবিসির একটি গবেষণায় দেখা যায়, বিভিন্ন এআই চ্যাটবট—চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি ও পারপ্লেক্সিটি—সংবাদ সংক্ষেপণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুল করেছে।
এদিকে প্রযুক্তি বিশ্ব অপেক্ষায় রয়েছে গুগলের কনজিউমার এআই মডেল ‘জেমিনি ৩.০’-এর উদ্বোধনের, যা ইতোমধ্যে বাজারে চ্যাটজিপিটির অংশীদারিত্বকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে।
সুন্দর পিচাই বলেন, প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরির মধ্যে এক ধরনের টানাপোড়েন আছে। অ্যালফাবেটের জন্য এই পরিস্থিতি সামাল দিতে হলে ‘একই সঙ্গে সাহসী ও দায়িত্বশীল’ হতে হবে। তিনি জানান, কোম্পানিটি এআই উদ্ভাবনের পাশাপাশি নিরাপত্তা ও নীতিমালা উন্নয়নেও সমানভাবে বিনিয়োগ করছে।

