বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার লক্ষ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে আজ রোববার (১২ অক্টোবর) আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “ ধরনের সামাজিক ব্যবসা তহবিল দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। একই সঙ্গে যুবক, কৃষক, নারী এবং মৎস্য শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদেরও সহায়তা করবে।

বৈঠকে বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য শিল্প চালু, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা প্রচার এবং মহিষের দুধ থেকে মোজারেলা পনির উৎপাদনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইফাদ প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সুযোগ অন্বেষণে একটি দল পাঠানোর প্রস্তাব দেন।

ইফাদ প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ইফাদ বাংলাদেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা ইতোমধ্যে আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনও সীমিত। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহী।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার জানান, দেশের অনেক নারী দুগ্ধ খামারি ইতোমধ্যে মহিষের দুধ থেকে মোজারেলা পনির তৈরি করছেন। তিনি দেশে দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ইফাদের সহায়তা কামনা করেন।

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের মৎস্য শিল্পে অনাবিষ্কৃত সম্ভাবনার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে এখনো আমাদের মৎস্যজীবীরা অগভীর পানিতেই সীমাবদ্ধ। ইফাদ এই খাতে অর্থায়ন ও প্রযুক্তি ভাগাভাগির মাধ্যমে বড় ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে বাংলাদেশে ইফাদের সম্পৃক্ততা শুরু হওয়ার পর থেকে সংস্থাটি ৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার মধ্যে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার সরাসরি অর্থায়ন করেছে ইফাদ। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলার মূল্যের ছয়টি প্রকল্প চলমান রয়েছে, আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ইফাদের সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন বৈঠকে উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version