চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপীয় বাজারে ১ হাজার ৫২৫ কোটি (১৫.২৫ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
একই সময়ে ইইউভুক্ত দেশগুলো বিশ্ববাজার থেকে মোট ৬ হাজার ৮৪৬ কোটি ডলারের পোশাক আমদানি করে। এর মধ্যে বাংলাদেশের অংশীদারিত্ব ২২ শতাংশের বেশি, যা ব্লকের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
প্রথম অবস্থানে রয়েছে চীন, যারা বাংলাদেশ থেকে প্রায় ৪৫০ কোটি ডলার বেশি রপ্তানি করেছে। দেশটির প্রবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ।
অন্যদিকে তুরস্কের রপ্তানি কমে ৬৪২ কোটি ডলারে নেমে এসেছে, ফলে দেশটি তৃতীয় স্থানে রয়েছে।
এ ছাড়া ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তান ইউরো সূত্র: ৭১ টিভি
ম্যাংগোটিভি/আরএইচ
