দেশের বিপণন অঙ্গনের সর্ববৃহৎ আয়োজন অষ্টম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) রাজধানীর বাংলা একাডেমিতে। দিনব্যাপী এই মহোৎসবের আয়োজন করেছে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি)। এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘মার্কেটিং ফর ওয়েলবিইং’।
দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিপণন বিশেষজ্ঞ, করপোরেট নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা একত্রিত হবেন একই মঞ্চে। থাকবে বিভিন্ন সেশন, প্যানেল আলোচনা, কর্মশালা, প্রদর্শনী, বিপণন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং নেটওয়ার্কিং সেশন, যেখানে অভিজ্ঞ বিপণনকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
এমআইবি জানিয়েছে, ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ আয়োজনের মূল লক্ষ্য হলো বিপণন খাতে ইতিবাচক চিন্তাভাবনা, উদ্ভাবনী কৌশল ও সামাজিক দায়বদ্ধতার প্রচার। এবারের থিম ‘মার্কেটিং ফর ওয়েলবিইং’- অর্থাৎ এমন বিপণন কার্যক্রম, যা সমাজ ও মানুষের সামগ্রিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এবারের আয়োজনে দেশের নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি করপোরেট বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোও অংশ নেবে। থাকছে এক্সিবিশন বুথ, যেখানে নতুন বিপণন কৌশল, ব্র্যান্ডিং ট্রেন্ড এবং উদ্ভাবনী বিপণন প্রকল্প প্রদর্শন করা হবে।
মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) জানিয়েছে, এই আয়োজন শুধুমাত্র মার্কেটারদের উৎসব নয়, বরং নতুন প্রজন্মের জন্যও শেখা, যোগাযোগ ও অনুপ্রেরণা অর্জনের এক অনন্য প্ল্যাটফর্ম।
