দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের উদ্যোগ পূর্ণ হেলথের মধ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের প্রসারে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই অংশীদারিত্বের আওতায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল ই-ক্লিনিক প্ল্যাটফর্ম পূর্ণ হেলথ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এর মাধ্যমে আধুনিক স্বাস্থ্যসেবা ও শরীয়াহসম্মত আর্থিক সেবার সমন্বয়ে একটি কার্যকর ডিজিটাল স্বাস্থ্যসেবা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা এবং ডাইভারজেন্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানিন ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পূর্ণ হেলথের ডিরেক্টর ও চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সফিকুল কাওসার।

চুক্তির মাধ্যমে আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা সমাধানকে আরও সহজলভ্য করা, সেবার মান ও দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য উন্নত ডিজিটাল লাইফস্টাইল ও স্বাস্থ্যসেবা অভিজ্ঞতা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version