ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, ঘোষিত আসনগুলোর প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। এদিন স্থগিত মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থীও পরিবর্তন করা হয়েছে।
যেসব ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হলো:
উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল:
ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম
দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান
নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
মধ্যাঞ্চল ও দক্ষিণ-পশ্চিম:
সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
যশোর-৫: এম ইকবাল হোসেন
নড়াইল-২: মনিরুল ইসলাম
খুলনা-১: আমির এজাজ খান
দক্ষিণাঞ্চল:
পটুয়াখালী-২: মোহাম্মদ শহিদুল আলম তালুকদার
বরিশাল-৩: জয়নাল আবেদীন
ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
মধ্যাঞ্চল:
টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু
ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ-৫: শেখ মুজিবুর রহমান ইকবাল
মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
ঢাকা মহানগর ও আশপাশ:
ঢাকা-৭: হামিদুর রহমান
ঢাকা-৯: হাবিবুর রশিদ
ঢাকা-১০: শেখ রবিউল আলম
ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
গাজীপুর-১: মো. মুজিবুর রহমান
রাজবাড়ী-২: মো. হারুনুর রশিদ
ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম
মাদারীপুর-১: নাদিয়া আক্তার
মাদারীপুর-২: জাহান্দার আলী খান
সিলেট বিভাগ:
সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লা-২: মো. সেলিম ভুঁইয়া
চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রাম-৯: মো. আবু সুফিয়ান
চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন
কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ
বাস্তবে এখন পর্যন্ত মোট ২৭৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা সম্পন্ন হলো।



ম্যাংগোটিভি / আরএইচ
