আবাসিক খাতে নতুন করে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। তিনি বলেন, বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কথা ভুলে যান। বিকল্প হিসেবে এলপিজির দাম কমানো হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা আরও বলেন, পর্যায়ক্রমে এলপিজির দাম এক হাজার টাকায় নামিয়ে আনা হবে, যাতে ভোক্তারা সাশ্রয়ী দামে জ্বালানি ব্যবহার করতে পারেন। পাশাপাশি তিনি জানান, ভোলায় উত্তোলিত গ্যাস ভোলাতেই ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন উপস্থিত ছিলেন।

