আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির অজুহাত দেখিয়ে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। তারা প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে, যা গত কয়েক সপ্তাহে ১৮-২০ শতাংশ বেড়েছে। পাম অয়েলের দামেও একই ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। এরপর বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ১২ আগস্ট পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সয়াবিন তেলের দাম তখনও অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা রাখা হয়। গত ১৩ এপ্রিল নির্ধারিত দাম ছিল সয়াবিন ১৮৯ টাকা ও পাম অয়েল ১৬৯ টাকা।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এ করও বাজারে তেলের দামে প্রভাব ফেলছে।

Share.
Exit mobile version