জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম আন্তর্জাতিক প্রটোকল মেনে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণের কার্যক্রম সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিআইডি প্রধান বলেন, দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া এসব শহীদদের পরিচয় উদঘাটন করা জাতির কাছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্বে যাদের পরিচয় যাচাই করা হয়নি, আজ সেই কাজের আনুষ্ঠানিক সূচনা হলো।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) সহায়তায় আনা আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে বিশ্বের ৬৫টি দেশে একই ধরনের অপারেশন পরিচালনা করেছেন।

ছিবগাত উল্লাহ বলেন, মিনেসোটা প্রোটোকলসহ সব ধরনের আন্তর্জাতিক ফরেনসিক নির্দেশিকা মেনে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, বোন/টিস্যু স্যাম্পল সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। এ উদ্দেশ্যে সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল, ডিএমপি, বিভাগীয় কমিশনরসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মরদেহ শনাক্তের পর ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। পরিবারের কেউ চাইলে মরদেহ গ্রহণও করতে পারবেন।

এ পর্যন্ত ১০ জন স্বজন আবেদন করেছেন, আরও কেউ চাইলে সিআইডির হটলাইনে যোগাযোগ করে ডিএনএ স্যাম্পল দিতে পারবেন বলেও জানান তিনি।

তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মরদেহের কোনো ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ করা যাবে না। এটি মানবাধিকার ও মর্যাদার সঙ্গে সম্পৃক্ত কাজ।

সংবাদ সম্মেলনে উপস্থিত আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, তিনি গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছেন। এই পুরো কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই পরিচালিত হবে বলে তিনি নিশ্চয়তা দেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version