মোহাম্মদ নাইম ও সৌরভ কর্মকার ভালো শুরু করলেও সেট হতে পারেননি। তবে তাদের তৈরি করে দেওয়া মঞ্চে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন আদ্রিতো ঘোষ। তার ইনিংসেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৮ রানের সহজ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে জেসন ফার্নান্দোর ৭৮ রানের পরও ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি যেতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল।

লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আরোশা সিথুমিনা ফিরে যান। পরের ওভারেই বিদায় নেন রেহান পেইরিস। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চানুল কোডিথুওয়াক্কুও ১৬ বলে ৬ রান করে আউট হন। হিরুন মাথিশা ৪০ বলে ২৮ রান করলেও ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

পরে স্টেভন পেইরিস ও জেসন ফার্নান্দো পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে স্টেভন ৩২ বলে ১৪ রানের বেশি টিকতে পারেননি। সানুল বিক্রমারত্নে ৬৫ বলে ৩৪ রান করেন। শেষ পর্যন্ত ফার্নান্দো ১১৬ বলে ৭৮ রানের লড়াকু ইনিংস খেললেও লঙ্কানরা পৌঁছাতে পারেনি প্রয়োজনীয় রান পর্যন্ত। বাংলাদেশের হয়ে আকাশ, মাহেনুজ্জামান, ফাইয়াজ, জারিফ, ইফতেখার, রাকিবুল ও আকাশ রয় ১টি করে উইকেট ভাগ করে নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জারিফকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে নাইম ও আদ্রিতো গড়ে তোলেন ৪৮ রানের জুটি। নাইম ৪২ বলে ৩২ রান করে আউট হন। এরপর আকাশ রয়কে সঙ্গে নিয়ে আদ্রিতো তৃতীয় উইকেটে গড়েন ৯১ রানের পার্টনারশিপ। আকাশ ৬২ বলে ৩৯ রান করেন।

ধীরস্থির ব্যাটিংয়ে ৮০ বলে ফিফটি ছুঁয়ে আদ্রিতো শেষ পর্যন্ত সেঞ্চুরি পূরণ করেন ১৩৪ বলে। শেষদিকে জুনায়েদ হোসেন ১৮ রান এবং সৌরভ ২০ বলে ৩২ রান করে দলের স্কোর ২৭১-এ দাঁড় করান। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট নেন হিমারু দিশান।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version