নরসিংদী থেকে গ্রেপ্তার হওয়া আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা তিন মাসের আটকাদেশের ভিত্তিতে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ ছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতারের পর তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদীর একটি এলাকা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয় এবং আটকাদেশ কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুলিশ সূত্র জানায়, আটকাদেশ কার্যকর হওয়ায় তাকে আদালতে হাজির না করে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version