বাংলাদেশের পরিবর্তে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিষয়টি প্রায় নিশ্চিত বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় দিলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকে।

এর ফলেই বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, স্কটল্যান্ডকে প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রুপ পর্বে স্কটিশরা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি—সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ বিষয়ে ক্রিকবাজ যোগাযোগ করেছিল ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুবাই ও এডিনবরার মধ্যে ইতোমধ্যেই আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হয়েছে, যা স্কটল্যান্ডের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি আরও নিশ্চিত করে।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় আলোচনার জন্ম দিয়েছে। এখন কেবল আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version