বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদন আবারও খারিজ হয়েছে। আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি (ডিআরসি) বাংলাদেশের আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী ডিআরসির এখতিয়ারের বাইরে থাকায় বাংলাদেশের আবেদন গ্রহণ করা হয়নি।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপসংক্রান্ত ইস্যুতে জরুরি বোর্ড সভা ডাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ওই সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। ফলে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলাই একমাত্র বিকল্প বলে সিদ্ধান্ত দেয় আইসিসি।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে চিঠি দেয়। তবে পিটিআই জানিয়েছে, ডিআরসি নিজেদের নিয়মের ১.৩ ধারা উল্লেখ করে বাংলাদেশের আবেদন খারিজ করে দেয়।
ডিআরসির নিয়মের ১.৩ ধারায় বলা হয়েছে, আইসিসি বা আইসিসি অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে ডিআরসি কাজ করতে পারে না।
এদিকে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে তাদের পরিবর্তে কোন দল খেলবে—তা প্রায় নিশ্চিত হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পিটিআই জানিয়েছে, বাংলাদেশের বদলি দলের নাম আজ শনিবারই ঘোষণা করা হতে পারে।
ম্যাংগোটিভি /আরএইচ

