রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত দুই দিনে ৫ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিবৃতিতে বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮১টি গাড়ি ডাম্পিং, ১১৯টি গাড়ি রেকার এবং ১ হাজার ৯৭৫টি মামলা করা হয়।
এর আগে রবিবার (২১ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ৩৩২টি গাড়ি ডাম্পিং, ৯৭টি গাড়ি রেকার এবং ৩ হাজার ৮৮০টি মামলা করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ম্যাংগোটিভি/ আরএইচ

