বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও উদযাপনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬”। বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি ও আইটিইএস রপ্তানিকারক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং শিল্পখাতের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনে বাংলাদেশের আইটি রপ্তানি খাতের ২৮ বছরের পথচলা, বৈশ্বিক বিস্তার এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে আইটি ও আইটিইএস রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য শীর্ষ ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো-বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলো বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৫০০টি সদস্য প্রতিষ্ঠান রপ্তানিতে যুক্ত ছিল, যার মধ্যে প্রায় ৩০০টি নিয়মিত রপ্তানিকারক। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা বাংলাদেশের শীর্ষ আইটি রপ্তানি গন্তব্য।

অনুষ্ঠানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সেলিস বাংলাদেশ লিমিটেডের এমডি জুলিয়ান আন্দ্রিন ওয়েবার, ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সিইও রাইসুল কবির, সেফালো বাংলাদেশ লিমিটেডের এমডি ফেরদৌস মাহমুদ শাওন এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মোরিকাওয়া ইউকো। আলোচনায় নীতিনির্ধারক, আর্থিক খাত ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্যে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য এবং বেসিস সহায়ক কমিটির সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘বেসিসের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্ববাজারে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি, সেই স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে এবং দেশের আইটি শিল্প বৈশ্বিক পরিমণ্ডলে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।” তিনি বলেন, ‘বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬ কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; এটি বেসিসের দীর্ঘ পথচলার একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, যেখানে আমরা অতীত অর্জন স্মরণ করছি, বর্তমান বাস্তবতা অনুধাবন করছি এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।’

অনুষ্ঠানের আহ্বায়ক রওশন কামাল জেমস বলেন, আইটি ও আইটিইএস খাত এখন বাস্তব সাফল্যের পর্যায়ে প্রবেশ করেছে। এই আয়োজন নতুন উদ্যোক্তা ও উদীয়মান প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

অনুষ্ঠানটি বাংলাদেশের আইটি রপ্তানি খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে আয়োজকরা জানান।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version