আগামী জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক চেয়েছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে’

বিএনপির সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আমরা একদলের কাছে সংসদ কুক্ষিগত হতে দিতে চাই না। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘আইন উপদেষ্টার কাছে বিএনপি নেতা সালাহউদ্দিন প্রেমের চিঠি দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানানো যাবে না।’

ইসির আচরণ নিয়ে তিনি মন্তব্য করেন, ‘আমরা শাপলা কলি নিচ্ছি, তবে নির্বাচন কমিশনের অনেক বিষয়ে স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে। আমরা বিএনপির চাঁদাবাজির অংশ নই, আবার সন্ত্রাস বা দুর্নীতির দলে যোগও দিতে চাই না। সব ষড়যন্ত্র সত্ত্বেও আমরা নির্বাচনে যাব। গণভোট আগে বা নির্বাচনের দিন—যখনই হোক, এনসিপি চায় তা যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।’

এর আগে বিকেল ৩টার দিকে এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা প্রকাশ করা হয়, যেখানে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়।

Share.
Exit mobile version