শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর সাত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল এ তথ্য জানান।
শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ অধ্যাদেশের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে অধ্যাদেশের কাজ বর্তমানে দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে বেশি সময়সাপেক্ষ।
অধ্যায়নের সবচেয়ে সময়সাপেক্ষ কাজ হচ্ছে প্রায় ৬ হাজার ই-মেইল যাচাই করা। শিক্ষার্থীদের উদ্বেগের কারণে এই কাজের জন্য লোকবল দুজন থেকে পাঁচ জনে বৃদ্ধি করা হয়েছে। এর পরবর্তী ধাপ হলো অংশীজনদের সঙ্গে আলোচনা। প্রায় ১২০০ শিক্ষক, দেড় লাখ শিক্ষার্থী, রাজনৈতিক ছাত্র সংগঠন, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা না করে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। এই ধাপ শেষ করতে তিন-চার দিন সময় লাগবে।
মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের জানানো হয়েছে, এই দীর্ঘ ধাপ শেষ হলে অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হবে। পরবর্তী ধাপগুলো—কেবিনেটে উপস্থাপন এবং রাষ্ট্রপতির স্বাক্ষর—দুই থেকে চার দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব।
এর আগে বিকেলে সরকারি সাত কলেজের ২৩ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দল ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করেন।
