দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ মঙ্গলবার সর্বোচ্চ ১ হাজার ৪৬৯ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর অনুযায়ী- ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা,আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকায়।
এর আগে গতকাল সোমবারই ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭২৬ টাকা।
স্বর্ণের সঙ্গে এবার রুপার দামও বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

