শুক্রবারের (২০ নভেম্বর) তীব্র ভূমিকম্পের পর মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও ভূকম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাভার ও আশুলিয়ার মাঝামাঝি বাইপাইল এলাকায়।
এর আগে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বড় অংশ কাঁপিয়ে দেয় ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।
শুক্রবারের ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন।

