২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী বছর নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত মূল ছুটি হবে ১৯ দিন।

গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছিল। সে তালিকা অনুযায়ী, ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন-এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির পাঁচ দিন এবং নির্বাহী আদেশের চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যায়।

Share.
Exit mobile version