আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই পরোয়ানাগুলো পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সংশ্লিষ্ট ১২টি দফতরে পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এসব পরোয়ানা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়।

এর আগে বুধবার, টিএফআই সেল ও জেআইসি সেলের গুম সংক্রান্ত দুটি মামলার অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিএফআইয়ের সাবেক প্রধানসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুই মামলায় ১০টি অভিযোগ আনা হয়েছে-প্রতিটি মামলায় পাঁচটি করে। এর মধ্যে টিএফআই সেলের মামলায় ১৭ জন ও জেআইসি সেলের মামলায় ১৩ জন আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, আসামিদের মধ্যে অনেকে এখনো বিভিন্ন বাহিনীতে কর্মরত থাকলেও, অভিযোগ গৃহীত হওয়ার পর থেকে তারা আর আইন অনুযায়ী কর্মরত হিসেবে গণ্য হবেন না।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version