সারাদেশে নারী হেনস্তা, নারীদের ওপর হামলা এবং তাদের কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবিতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

ডা. তাহের বলেন, ‘এই প্রথম বলা যায়, আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে। নারীদের স্বাভাবিক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া এবং তাদের ওপর নির্যাতনের ঘটনাগুলো আর উপেক্ষা করা যায় না।’

তিনি আরও বলেন, নারী সমাবেশের মাধ্যমে সরকারের কাছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা ও হেনস্তার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হবে। একই সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, এই সমাবেশ নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি শক্ত বার্তা দেবে এবং দেশে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version