হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে থাকায় গত ১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপি টিকে আছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নাই। বিএনপির সঙ্গে জনগণ ছিল বলেই এত অত্যাচার–নির্যাতনের পরও দলটি আজও টিকে আছে।’ এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। আবার আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল এবং গত ১৬ বছর মাঠে দেখা যায়নি। “তারা আবারও ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ২০০৮ সালের মতো ম্যাজিক দেখিয়ে খালি বাক্স ভরা বাক্সে পরিণত করা না যায়। ব্যালট বাক্স পাহারা দিতে হবে,” বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো বাস্তব পরিবর্তন হয়নি। বিএনপি ক্ষমতায় এলে গ্রামের মানুষ, নারী ও সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। “মানুষ যেন নিরাপদে পথে-ঘাটে চলতে পারে, নিরাপদে ঘুমাতে পারে—সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি,’ বলেন তিনি। ঢাকাকেন্দ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’

কৃষকদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।’ নওগাঁ অঞ্চলে আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি কৃষিপণ্য কম খরচে ঢাকায় পরিবহনে রেল ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি ঘোষণা দেন, ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে এবং পর্যায়ক্রমে সব কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে।

নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে মায়েরা মাসিক সুবিধা পাবেন। গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার ব্যবস্থা জোরদার করা হবে।

শিক্ষিত বেকারদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখা মানেই শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয়; খেলাধুলা ও কারিগরি দক্ষতার মাধ্যমেও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম ও আয় করা সম্ভব। আইটি খাতে বিনিয়োগ বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশে আসতে আগ্রহ দেখাচ্ছে।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নওগাঁ সফর করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

Share.
Exit mobile version