স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম, জনপ্রিয় হিরো আলম নামে পরিচিত। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মাত্র ২০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন।

হিরো আলমের আইনজীবী শান্তা সাকসিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পরই তাকে আদালতে হাজির করা হয়।

গত ১২ নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, মামলায় জামিনে থাকা অবস্থায় হিরো আলম কোনো শর্তই মানেননি। তাই তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত ২৩ জুন দাম্পত্য কলহের জেরে হাতিরঝিলে একটি বাসায় ডেকে নিয়ে ১০–১২ জন সহযোগীর সহায়তায় রিয়া মনিকে মারধর, হত্যাচেষ্টা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন সাবেক স্ত্রী রিয়া মনি।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version