যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একইসঙ্গে তাদের চক্রান্তে বিএনপি পা দেবে না বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও শোক সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা সন্ত্রাস করে নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। কারণ, তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দল তাদের চক্রান্তে পা দেবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সব মানুষ কৃতজ্ঞ। এই যে কথা বলতে পারছি, নির্বাচন করতে পারছি, সবই বেগম জিয়ার ত্যাগের ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করেছেন।

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এরপর মির্জা আব্বাস বলেন, বিএনপি কথা বললেই টুইস্ট করে চালিয়ে দেওয়া হয়। ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই গিয়েছি বাংলাদেশ ব্যাংকে। সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হয় যেন শুধু মির্জা আব্বাসের এলাকায় নির্বাচন হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাইক ও শেয়ার দিয়ে ছেড়ে দিয়েন না; কিছু লিখবেন এবং জবাব দেবেন।
বিজ্ঞাপন

একটি দল সোশ্যাল মিডিয়ার পেছনে প্রচুর অর্থ খরচ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের টার্গেট মির্জা আব্বাসকে ফেইল করাবে।

এরপর ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, তিনি একজন অপরিপক্ক লোক, এমন অপরিপক্ক লোক সংসদে গেলে কী হবে, আল্লাহই জানেন।

Share.
Exit mobile version