ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১টি হজ এজেন্সিকে ফেরত দেওয়া হবে, তবে এই টাকা সাধারণ হাজিরা পাবেন না। তিনি এ সময় বলেন, ‘আমাদের সেফ এক্সিটের কোনো প্রশ্ন নেই। আমরা কোনো টাকা লুট করি নি।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ধর্ম উপদেষ্টা জানান, হজ এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে অতিরিক্ত অর্থ পাঠিয়েছিল, যা সৌদি সরকার ফেরত দিয়েছে। তিনি আরও জানান, ২০২৬ সালের হজের নিবন্ধনের সময়সীমা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা জানান, ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজে নিবন্ধন করেছেন। আগামী ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, বৈঠকের পর হজের নিবন্ধনের সময় বৃদ্ধি করা হবে, যাতে আরও মানুষ এ ধর্মীয় ফরজ পালন করতে পারেন।
ম্যাংগোটিভি/আরএইচ
