গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক ১৩৭ জন মানবাধিকার কর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে আনা হচ্ছে। ফেরত পাঠানোদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। বাকিদের মধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অন্তত ৪৪টি দেশ থেকে ৫০০ জনেরও বেশি কর্মী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত অ্যাকটিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী ও সাধারণ নাগরিক।
এ অভিযানের অন্যতম মুখ ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এছাড়া বাংলাদেশ থেকে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার অংশ নেন এ মানবিক উদ্যোগে।
সূত্র: আল-জাজিরা, দ্য জেরুজালেম পোস্ট
ম্যাংগোটিভি/আরএইচ
