দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে বিমানযোগে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব পর্যায়ের নেতাকর্মীদের এ নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, সিলেট জেলা ও মহানগর বিএনপিসহ সিলেট বিভাগের সব ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত না হওয়ার জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমানের আগমন উপলক্ষে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ ও উৎসাহ বিরাজ করছে। তবে জনশৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাভাবিক বিমানবন্দর কার্যক্রম বজায় রাখতে দলীয় শৃঙ্খলার স্বার্থে সবাইকে সংযত থাকার আহ্বান জানানো হচ্ছে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দলটির পক্ষ থেকে সতর্ক ও নিয়ন্ত্রিত অবস্থান নেওয়া হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

