চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। এতে নতুন করে তিনটি কোম্পানি যুক্ত হয়েছে এবং পূর্বের তিনটি কোম্পানি বাদ পড়েছে। এ পরিবর্তন ১১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুনভাবে যুক্ত হওয়া তিনটি কোম্পানি হলো— বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

অন্যদিকে ইনডেক্স থেকে বাদ পড়েছে-এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামি ব্যাংক পিএলসি।

বর্তমানে নতুন যুক্ত তিনটি প্রতিষ্ঠানসহ ইনডেক্সে অন্তর্ভুক্ত রয়েছে মোট ৫০টি কোম্পানি। এসব কোম্পানির মধ্যে রয়েছে এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান।

উল্লেখযোগ্য বিষয় হলো, সিএসই-৫০ ইনডেক্সভুক্ত কোম্পানিগুলোর মূলধন মোট নিবন্ধিত কোম্পানির মূলধনের প্রায় ৭২.৭৪ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজারমূলধনের ৭০.৯৮ শতাংশ, এবং গত ছয় মাসে (৩০ জুন ২০২৫ পর্যন্ত) তাদের গড় দৈনিক লেনদেন ৪৯.১২ শতাংশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এই ইনডেক্স পুনর্বিন্যাস করা হয়, যাতে কর্মক্ষম ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব বজায় থাকে।

Share.
Exit mobile version