আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানায় কর্মরত ওসিদের মধ্যেই লটারির মাধ্যমে এ বদলি করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী-কোতোয়ালি থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশে, বাকলিয়ার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালি, সদরঘাটের ওসি আবদুর রহিমকে বন্দরে, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়ায় বদলি করা হয়েছে।

এ ছাড়া, বায়েজিদের ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও, চান্দগাঁওয়ের ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ, খুলশীর ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী, ডবলমুরিংয়ের ওসি বাবুল আজাদকে চকবাজারে পাঠানো হয়েছে।

একই আদেশে আরও রয়েছে-হালিশহরের ওসি নুরুল আবছারকে পাহাড়তলী, আকবরশাহের ওসি আরিফুর রহমানকে সদরঘাট, পাহাড়তলীর ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং, কর্ণফুলীর ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি।

এ ছাড়া, বন্দরের ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা, পতেঙ্গার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর, ইপিজেডের ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version