প্রথমবারের মতো সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত এবং নিরাপদ। টিকাটি সরবরাহ করেছে টিকাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্যাভি।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, “টিকাটি নিরাপদ ও কার্যকর। এর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”
ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) প্রোগ্রামের ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, প্রথম ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে, পরবর্তী সময়ে ইপিআই সেন্টার এবং পরে বাড়ি বাড়ি গিয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শহর এলাকার পথশিশুরাও এই টিকার আওতায় আসবে।
এরই মধ্যে ১ কোটি ৬৮ লাখ শিশু নিবন্ধন করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিবন্ধন অব্যাহত থাকবে। জন্মনিবন্ধন না থাকলেও নিকটস্থ টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে। অনলাইন নিবন্ধনের জন্য নির্ধারিত ঠিকানা: https://vaxepi.gov.bd/registration/tcv
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং মারা যান ১ লাখের বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে, ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে ৮ হাজার জন মারা যান, যার ৬৮ শতাংশই শিশু।
vaxepi.gov.bd
ম্যাংগোটিভি/আরএইচ

