সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ একাধিক দাবিতে রোববার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। দাবি পূরণ না হলে বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শনিবার (০৬ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি)।

এমবিসিবির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস জানান, দাবি আদায়ে রোববার সকাল থেকেই সারাদেশে দোকান বন্ধ রেখে রাজধানীর বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হবেন সাধারণ ব্যবসায়ীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।

ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে-সিন্ডিকেট প্রথা বিলোপ, এনইআইআর (এনইআইআর) সংস্কার, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, আর লাভবান হবে কেবল একটি বিশেষ গোষ্ঠী। এছাড়া বাড়তি কর ও জটিলতার কারণে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বৃদ্ধি পাবে বলেও দাবি করেন তারা।

এর আগে গত ৩০ নভেম্বর এনইআইআর সংস্কারের দাবিতে সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। ২৯ নভেম্বর রাতে এক ঘোষণায় এমবিসিবি এই কর্মসূচি জানায়।

এদিকে সরকারের পক্ষ থেকে বৈধ আমদানিতে শুল্কহার কমানোর উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীরা বলছেন, NEIR বাস্তবায়ন না হলে সংকট আরও গভীর হবে।

Share.
Exit mobile version