বাড়িভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মবিরতির কারণে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
রাজবাড়ী, কুষ্টিয়া, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষকদের কর্মবিরতির খবর পাওয়া গেছে।
কুষ্টিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহানারা বেগম বলেন, ‘অনেক শিক্ষক ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগ দিতে না পারলেও সবাই নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ কর্মবিরতি পালন করছেন। ঢাকার শিক্ষকরা যা সিদ্ধান্ত দেবেন, তা আমরা সমর্থন করব।’
অন্যদিকে, রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পলিথিন বিছিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষকরা সীমাহীন কষ্ট সহ্য করে শহীদ মিনারে অবস্থান করছেন। এখন আর খালি হাতে ঘরে ফিরবেন না—প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
ম্যাংগোটিভি/আরএইচ
