২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ চালিয়েছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে গেলেও দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান ও স্লোগান চালিয়ে যাচ্ছেন।

রবিবার (১২ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুলিশের জলকামান নিক্ষেপের পর প্রেস ক্লাবের সামনের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলকামান নিক্ষেপের সঙ্গে সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। এরপর পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ চালিয়ে সড়ক খালি করার চেষ্টা করে।

এর আগে দুপুরে শিক্ষক নেতাদের নেতৃত্বে জাতীয়করণপ্রত্যাশী জোটের একটি অংশ প্রেস ক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেয়। তবে অন্য একটি পক্ষ প্রেস ক্লাবের সামনেই অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং সচিবালয় অভিমুখে লংমার্চ করার কথা জানায়।

এই অবস্থায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরাতে অভিযান চালায় পুলিশ। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস পেলেও বাস্তবায়ন না হওয়ায় তারা আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version