সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সেনাকুঞ্জে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিকেল সাড়ে ৩টার পর খালেদা জিয়া অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন। পরে সেনাকুঞ্জে পৌঁছালে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিএনপি নেতারা তাকে স্বাগত জানান।

নির্ধারিত আসনে খালেদা জিয়ার পাশে বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version