নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সই করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বকেয়া বেতন পরিশোধ সহজ করতে চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন। বিক্রির জন্য নির্ধারিত সম্পদের মধ্যে রয়েছে—গুলশান ৭ নম্বর রোডের প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় ৫ বিঘা জমি ও সাততলা ভবন (মোট আয়তন ২ লাখ ৬ বর্গফুট), নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় ১০ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার এবং রাজউকের একটি প্লট।

নাসা গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সইয়ের পর খুব শিগগিরই অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে সম্পত্তি বিক্রি করা হবে। বিক্রির অর্থ থেকে চলতি মাসের শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হবে।

Share.
Exit mobile version