ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচিত রুমিন ফারহানার সঙ্গে সরাইল ও আশুগঞ্জের পাশাপাশি নিজ জন্মস্থান বিজয়নগরের মানুষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব এলাকায় তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা এবং কর্মী-সমর্থক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা জোরদার হয়েছে।
গত সপ্তাহে প্রকাশ্যে তিনি ঘোষণা দেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরাইল–আশুগঞ্জ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর সিদ্ধান্তের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি নির্বাচনে অংশ নেই, জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে। বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
এদিকে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল-হাবীবকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এবারের নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত আসনে পরিণত হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ম্যাংগোটিভি /আরএইচ

