পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। শেয়ার বাজারে কারসাজি ও গুজব ঠেকাতে এ কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও রয়েছে।
ডিএসই সূত্র জানায়, তালিকায় অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, অ্যারামিট সিমেন্ট, আজিজ পাইপস, বারাকা পাওয়ার, দুলামিয়া কটন, এমারাল্ড অয়েল, ফ্যামিলি টেক্স (বিডি), জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশনস, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং মিলস, মিথুন নিটিং, নিউ লাইন ক্লথিংস, নর্দার্ন জুট, নুরানি ডায়িং, প্রাইম টেক্সটাইল, আরএসআরএম, রেজেন্ট টেক্সটাইল, সুহ্নিদ ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিকস, তুং হাই নিটিং, ইয়াকিন পলিমার, জাহিন স্পিনিং মিলস এবং রাষ্ট্রায়ত্ত শ্যাম্পুর সুগার মিলস ও উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরিজ।
ডিএসই জানিয়েছে, এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের সতর্ক করা। কারণ এসব কোম্পানিকে ঘিরে প্রায়শই মিথ্যা তথ্য ছড়িয়ে শেয়ারের দাম বাড়ানো-কমানো হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হন। প্রকাশিত তালিকার মাধ্যমে বিনিয়োগকারীরা ঝুঁকি সম্পর্কে ধারণা পাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
তালিকার সর্বশেষ সংযোজন হলো হ্যামিদ ফ্যাব্রিক্স, যারা ২২ সেপ্টেম্বর থেকে উৎপাদন কার্যক্রম বন্ধ করেছে। কোম্পানিটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সিএনজি ও এলএনজি ব্যবহার করেও সমাধান মেলেনি। তাই শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। গ্যাস সংকট কেটে গেলে পুনরায় উৎপাদন শুরু হবে বলে আশা করছে তারা।
এর আগে গত ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশন তাদের নারকেল তেল ও কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট বন্ধ করে। বাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি না করতে পারায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য নতুন কৌশল খুঁজছে প্রতিষ্ঠানটি।
ডিএসই’র তথ্যমতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর অধিকাংশই ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে উৎপাদন বন্ধ করেছে। তবে একটি প্রতিষ্ঠান ২০০২ সাল থেকেই নিষ্ক্রিয় রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশে বারাকা পাওয়ার ও জাহিন স্পিনিং মিলসকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleআবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯১ হাজার টাকায়
Related Posts
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম

