দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও সেন্টমার্টিনগামী কোনো জাহাজ আজ (১ নভেম্বর) যাত্রা করেনি। কক্সবাজার থেকে দ্বীপে ভ্রমণের অনুমতি না নেওয়ায় পর্যটকশূন্য রয়ে গেছে দেশের একমাত্র প্রবালদ্বীপটি।

সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণের অনুমতি থাকলেও জাহাজ মালিকরা তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কক্সবাজারের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার-আউলিয়া’ নামের দুটি জাহাজ চালুর পরিকল্পনা থাকলেও মালিকপক্ষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

তিনি বলেন, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া-আসা প্রায় অসম্ভব। জাহাজে সাত থেকে দশ ঘণ্টা সময় লাগে। এছাড়া ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনও চালু হয়নি।

সেন্টমার্টিন হোটেল-মোটেল মালিক সমিতির আহ্বায়ক আবদুর রহমান বলেন, পর্যটকদের রাত্রীযাপন না থাকায় এখন কোনো হোটেল-মোটেল প্রস্তুতি নেয়নি। ডিসেম্বর বা জানুয়ারিতে স্বল্প পর্যটক আসতে পারে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, ৩১ অক্টোবর পর্যন্ত কোনো জাহাজ মালিক অনুমতি নেয়নি। সরকারের ১২ দফা নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে, যাতে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা পায়

Share.
Exit mobile version