শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে এদিনে চণ্ডীপাঠের মাধ্যমে মর্ত্যালোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। মূলত এদিন থেকে শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা।

দেশজুড়ে এখন চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগরদের নিপুণ ছোঁয়ায় মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ।

সিরাজগঞ্জের ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে পুরোদমে। এখানকার প্রতিমা জেলার গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও টাঙ্গাইলের মণ্ডপে। কারিগরদের অভিযোগ, উপকরণের দাম বেড়ে গেলেও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তারা।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন, এবার জেলায় ৫১১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা নিয়েছে পুলিশ। শরীয়তপুরে ১০১টি ও নেত্রকোণায় ৫২২টি মণ্ডপে পূজা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বগুড়াতেও প্রতিটি মণ্ডপে সিসিটিভি নজরদারিসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ভক্তরা বলছেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়; এটি এখন সবার, সার্বজনীন উৎসব।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, ‘আসন্ন পূজা উৎসবমুখর এবং নিরাপত্তার সঙ্গে পালনের জন্য বগুড়ার পুলিশ ব্যবস্থাগ্রহণ করেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি।’

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসবেন হাতিতে চড়ে এবং কৈলাসে ফিরবেন পালকিতে। ভক্তদের বিশ্বাস, যুগে যুগে অশুভ শক্তির বিনাশ করে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করবেন দেবী দুর্গা।

Share.
Exit mobile version